বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের খেলা দেখতে টিকিট বিক্রি শরু হচ্ছে আগামীকাল বুধবার। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের বুথ থেকে কেনা যাবে এই টিকিট।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ম্যাচের দিন ও এর আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বুথ থেকে টিকিট কেনা যাবে। তবে অনলাইনে টিকিট পাওয়া যাবে কি না—এ বিষয়ে বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল আসর। এবার টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২০০ টাকা। এই টাকা দিয়ে মিলবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। নর্দান ও সাউর্দান স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকায়।
আগামী শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিন চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ রয়েছে। এম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে রংপুর রাইডার্স।