স্টাফ রিপোর্টার মোরেলগঞ্জ বাগেরহাটঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের ১৪নং বারইখালী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান বাগেরহাট জেলা মৎসজিবী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃআবুল হোসেন (শ্যামল)এর একমাত্র সন্তান মোঃ ফেরদৌস হাওলাদার (এজাজ) নিজেকে লেখাপড়ার পাশাপাশি তার বাবার রাজনৈতিক জীবনের আদর্শ নিয়ে ১৪নং বারইখালী ইউনিয়নের অবহেলিত অসহায় মানুষের পাশে দাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।মানুষের কল্যানে সারা জীবন কাজ করার উদ্দেশ্য নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক মতো বিনিময় সভায় এজাজ এ কথা জানান।পরে তিনি বলেন, ‘মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য।আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভালো লাগে। আমার পূর্বপুরুষের ইতিহাস সমাজকর্ম করার ইতিহাস, মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস, মানুষকে বুকে টেনে নেয়ার ইতিহাস। তাদের সেই কাজকে আমি শুধু ধরেই রাখতে চাই না, আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই।মানব সেবার বড় উদাহরণ টেনে এজাজ বলেন, ‘আমি মনে করি তরুন সমাজ সেবকদের দ্বারাই দেশের উন্নতি সাধিত হবে।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তরুনদের শতভাগ অগ্রাধিকার দিয়েছেন তিনি তরুনদের নেতৃত্ব পছন্দ করেন।আজ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার কারণেই বর্তমানে বাংলাদেশ নতুন রুপে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। এই সময় তিনি আরও বলেন, ‘আমি বারইখালী অঞ্চলের সন্তান। আমাকে আপনাদের সন্তান মনে করে নির্দিধায় আদেশ-নির্দেশ-উপদেশ দেবেন। আমি ব্যক্তিগতভাবে কিছুই চাই না। আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।তিনি বলেন, ‘আমি চাই, লেখাপড়ার পাশাপাশি আমি আমার বাবার রাজনৈতিক জীবনের আদর্শ বুকে নিয়ে ১৪নং বারইখালী ইউনিয়নের অবহেলিত অসহায় মানুষের পাশে দাড়াতে তাদের সুখে দুঃখে একসাথে থাকতে এবং সমাজের মাদকাসক্ত তরুণ প্রজন্মকে তাদের অন্ধকার জীবন থেকে বের করে আনতে।আর সে লক্ষ্যে কাজ করতে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই।মানবতার সেবা নিয়ে এজাজ আরও বলেন, ‘আমি কোন বড় নেতা হতে চাই না। আমি মানুষের সেবক হতে চাই।মানবতার সেবায় সর্বদা নিয়োজিতো থাকার দৃঢ় ইচ্ছা নিয়ে এজাজ বলেন,আমি বর্তমানে বিভিন্ন সামাজিক সংগঠন এস বি ব্লাড ব্যাংক, "মানব সেবা সংঘ" মাতৃছায়া সমাজ কল্যান সংস্থা,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এবং বাংলাদেশ স্কাউটের সাথে থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছি,আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি।