বৃহঃস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ , সন্ধ্যা ০৭:৪০
ব্রেকিং নিউজ

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন প্রস্তুতি সভা

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ২০ মে ২০২৩ , দুপুর ১২:১৫

আবু নাছির,ফরিদপুর প্রতিনিধিঃ২৭ মে ২০২৩ ইং বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান এর নিজ বাড়ি শারমিন ভিলায় হাজারো নেতাকর্মী নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী মৎসজীবি লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভায় নগরকান্দা উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক দেলোয়ার বিশ্বাস এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগ এর সদস্য সচিব  মোঃ ফরিদ হোসেন,  নগরকান্দা উপজেলা আওয়ামী মৎসজীবি যুগ্ন আহবায়ক মিজান তালুকদার, যুবলীগনেতা জাহিদ শেখ সহ, ছাত্রলীগ নেতা কাজী তানভীর, ওয়ামী মৎসজীবি লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষ্যে তার উন্নয়নের দ্বারা অব্যহত রাখতে আমরা কাজ করছি পাশে আছি থাকব। এছাড়া আগামী ২৭ মে ফরিদপুর জেলা মৎস্য জীবী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন সফল করতে আওয়ামী মৎস্যজীবী লীগের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।