শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ০২:৪০
ব্রেকিং নিউজ

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উপরে হেফাজত ইসলামের কর্মী ঈয়াকুব এর অতর্কিত হামলা

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ৪ মার্চ ২০২৩ , সকাল ১০:২০

ডেস্ক রিপোর্ট : 

উল্লেখ্য গতো ০২-০৪-২০২৩ ইংরেজি তারিখে সকাল অনুনান ১১-১০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্যা, সিলেট জেলা শাখার সাবেক সহ সম্পাদক এবং জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকারিয়া আহমদ জাকিরের উপর নারানগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া, বটতলা এলাকায় সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় নেতৃত্ব দিয়েছেন চনপাড়া বটতলা এলাকার হেফাজত ইসলামের কর্মী আব্দুস সাত্তারের ছেলে বটতলা বাজারের বিসমিল্লাহ ফার্মেসির স্বত্বাধিকারী  ঈয়াকুব। আরও জানা যায় ঈয়াকুব এবং তার ক্যাডার বাহিনী ৭ থেকে ৮ জন ছিল এক পর্যায়ে তারা বাসার ভিতরে ঢুকে নৃশংস হামলা চালায়, এবং জাকিরকে তুলে নেওয়ার চেষ্টা করে একপর্যায়ে তুলে নিতে ব্যর্থ হলে বা জাকিরের স্ত্রী বাধা দিলে তার উপর ক্ষিপ্ত হইয়া অতর্কিত হামলা চালায় এবং ঘরের অনেক জিনিসপত্র লুটপাট করে এবং বাসার ভিতরে ভাঙচুর করে এক পর্যায়ে তাদের  চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে ঈয়াকুব এবং তার সন্ত্রাসীর দল দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে জাকারিয়া আহমদ জাকির এবং তার স্ত্রী দুইজনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যা মামলার জন্য প্রক্রিয়া দিন।