• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৮ জুন ২০২৩ , দুপুর ০১:২৭
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

রাবিতে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সোহেল-সোহান

রিপোর্টার : দৈনিক নতুন দিগন্ত
রাবিতে ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সোহেল-সোহান ই-পেপার/প্রিন্ট ভিউ

এস আই সুমন, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইসলামিক ইস্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহেল রানাকে সভাপতি ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহান হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলার ৬টি উপজেলা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হন। এ কমিটির নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, অধ্যাপক রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক শফিকুজ্জামান জোয়ার ও সহকারী অধ্যাপক সোলাইমান চৌধুরী।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহান হাসান বলেন, আমরা নতুন দায়িত্ব পেয়েছি। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের যে কোনো সহযোগিতায় আমরা পাশে থাকব।

তিনি আরও বলেন, সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় নতুন শিক্ষার্থীদের বরণ, সাবেক শিক্ষার্থীদের বিদায় জানানো এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কাজ করে থাকে।


রাজনীতি

আরও পড়ুন