ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-সহিংস-রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বিক্ষোভ পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবগলীগ সহ-সভাপতি আবু মুসা প্রধান সমুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু, সদস্য আব্দুর রাজ্জাক, শাহজাহান মিয়া, জিপেষ চন্দ্র রায়, নবাব আলী, পৌর যুবলীগ নেতা তৌফিকুল আহমেদ শাওন, রাজিব ও তয়ন প্রমুখ। এ সময় উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।