• ঢাকা
  • শুক্রবার , ৯ জুন ২০২৩ , রাত ০৮:৪৯
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

রাজধানীর সাত পয়েন্টে বিএনপির পদযাত্রা, দুই পয়েন্টে থাকবে যুবলীগ

রিপোর্টার : দৈনিক নতুন দিগন্ত
রাজধানীর সাত পয়েন্টে বিএনপির পদযাত্রা, দুই পয়েন্টে থাকবে যুবলীগ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিনিধি :

১০ দফা দাবী আদায়ে বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচি ‘মহানগর পদযাত্রায়’ ঢাকার সাতটি পয়েন্টে অবস্থান নেবে বিরোধী দলগুলো। এদিকে ‘পদযাত্রা’র নামে বিএনপি-জামাত সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়ার প্রতিবাদে রাজধানীর দুটি পয়েন্টে থাকবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দুটি দলের কর্মসূচি কাছাকাছি সময়েই ঘোষণা করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুটি দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। যে কোনো সময়ে সহিংস ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে তাদের। 

বিএনপি জানিয়েছে, স্বাভাবিক কর্মসূচি একদফার আন্দোলনের দিকে তারা অগ্রসর হচ্ছে। তবে শান্তিপূর্ণ কর্মসূচিতেই থাকতে চায় বিরোধীদলগুলো। কিন্তু বিএনপিসহ অন্যান্যদলগুলো সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেয়ার পরই আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনগুলো কর্মসূচি দিয়ে অশান্তি সৃষ্টির করছে।

প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শুধু মাত্র ঢাকা মহানগরের কর্মসূচি কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। অন্য মহানগরগুলোতে পরের দিন ১৮ ফেব্রুয়ারি শনিবার পদযাত্রা কর্মসূচি পালন করবে বিরোধীদলগুলো। বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ সংলগ্ন থেকে পদযাত্রা শুরু করবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। 


রাজনীতি

আরও পড়ুন