• ঢাকা
  • শুক্রবার , ৯ জুন ২০২৩ , রাত ০৯:৩৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ফুলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল।

রিপোর্টার : দৈনিক নতুন দিগন্ত
ফুলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল। ই-পেপার/প্রিন্ট ভিউ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে মোট ৫২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুস সোবহান বলেন, ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গতকাল রোববার পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৪ প্রার্থী হলেন- বর্তমান চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল, মিলন মিয়া ও আনছার আলী। অপর প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আফছার হোসেন। রিটার্নিং অফিসার আব্দুস সোবহান আরও বলেন, ঘোষিত তফসিল মোতাবেক আজ ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফজলুপুর ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় এই নির্বাচনের ব্যবস্থা করা হয়।


সারাদেশ

আরও পড়ুন