শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ০৯:৩৪
ব্রেকিং নিউজ

পলাশবাড়ীতে অবৈধ স্থাপন উচ্ছেদ

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ২৯ মে ২০২৩ , সন্ধ্যা ০৭:৫২
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভার উদ্যোগে প্রেসক্লাব রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

২৯ মে সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। 

এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন
গত ১২ বছর যাবত একটি পরিবার পলাশবাড়ী পৌর এলাকার প্রেসক্লাব রোডের সরকারী জায়গা দখল করে বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলায় ওই এলাকার উন্নয়ন কার্যক্রম বন্ধ ছিলো।
ফলে প্রেসক্লাব রোডে ব্যাপক যানজট ও জলাবদ্ধতার সৃষ্টি হয়।এতে করে জনবহুল ওই রাস্তা দিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও জনগনের চলাচলের বিঘ্ন ঘটে। এরইধারাবাহিকতায় পৌর সভার আবেদনের পরিপ্রেক্ষিতে গাইবান্ধা জেলা প্রশাসন এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা জন্য নির্দেশনা প্রদান করেন।