শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ১১:২৯
ব্রেকিং নিউজ

রাঙ্গাবালীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

রিপোর্টার :
প্রকাশ : বুধবার , ২৪ মে ২০২৩ , রাত ০১:৩৭

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ। সোমবার বিকাল ৬টার সময় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করা হয় মিছিল শেষে প্রতিবাদ সভা করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার এর সভাপতিত্বে, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল, রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন মাস্টার, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু হানিফ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রওশন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস আলম, ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ মৃধা, রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাকিবুল হাসান সৌরভ তালুকদার,- সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।