শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ১১:৩৯
ব্রেকিং নিউজ

ইউপি সদস্য নারীকে মারপিটের অভিযোগ

রিপোর্টার :
প্রকাশ : বুধবার , ১০ মে ২০২৩ , রাত ০২:৩৯
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃপলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সেলিম রেজার বিরুদ্ধে ভিজিডি চাউলের কার্ড, শিশু ভাতা সহ অন্যান্য ভাতা করে দেয়ার কথা বলে অভিযোগকারী মমেনা বেগম সহ ২৫/৩০ জন লোকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। নির্ধারিত সময়ে অভিযুক্তদের কোন প্রকার কার্ড না দেওয়ায় তারা টাকা ফেরৎ চাইলে ইউপি সদস্য সেলিম রেজা করিয়াটা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী মমেনা বেগমকে মারপিট করে এবং অন্যান্যদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। 

এ ব্যাপারে মমেনা বেগম বাদী হয়ে ৮ মে-২০২৩ পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। 

 মামুনি বেগমের নিকট শিশু ভাতার ৫ হাজার টাকা, সালমা বেগমের  ৫ হাজার, লাভলী বেগমের নিকট ৫ হাজার, সুমি বেগমের নিকট ৫ হাজার, সাবনুর বেগমের নিকট ৫ হাজার, হাসনা বেগমের নিকট ৫ হাজার, জান্নাতি বেগমের নিকট ৫ হাজার এবং ভিজিডি’র কার্ড ও ১০ টাকা কেজির চালের কার্ড করে দেয়ার কথা বলে হালিমা বেগমের নিকট ২ হাজার, মমেনা বেগমের নিকট ৮ হাজার, ইসনা বেগমের নিকট ৬ হাজার টাকা হাতিয়ে নেয়। 

এ ব্যাপারে ভূক্তভোগীরা গত ৩ মে-২০২৩ তারিখে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।