বৃহঃস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ , রাত ০৮:০৬
ব্রেকিং নিউজ

সাংবাদিকের উপর হামলা, এর প্রতিবাদে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ৭ মে ২০২৩ , রাত ১০:২৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বেলা ১১ টায় (০৭ মে) তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার আব্দুজ জহুর চত্বরে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রথিতযশা সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, আহমেদ কবির, শামসুল আলম আখঞ্জী, দপ্তর সম্পাদক রুকন তালুকদার, প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম, রাজন চন্দ, দৈনিক কালবেলা প্রতিনিধি শওকত হাসান, দৈনিক ক্রাইম তালাশ প্রতিনিধি রুবেল মিয়া, দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি মনিরাজ শাহ, দৈনিক দেশ প্রতিদিন তাহিরপুর প্রতিনিধি শাকেল হাসান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য তোজাম্মেল হক নাসরুম, সচেতন নাগরিক সমাজের পক্ষে সোহানুর রহমান সোহাগ প্রমুখ। 

মানববন্ধনে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, থানায় মামলা পরবর্তী একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে এর সঙ্গে আরও যারা জড়িত আছেন তদন্ত করে তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।