বৃহঃস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ , রাত ০৯:২৩
ব্রেকিং নিউজ

নিয়ামতপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ৬ মে ২০২৩ , রাত ১১:৩৭
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

 নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কুমারী শ্রাবন্তী (১৫) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ মে) রাতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কুমারী শ্রাবন্তী বালুকাপাড়া গ্রামের শ্রী স্বপনের বড় মেয়ে। উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। কুমারী শ্রাবন্তীর বাবা স্বপন বলেন, আমার বড় মেয়ে বদ মেজাজের ছিল। তার ছোট বোন প্রীতির সাথে নিয়মিত কথা-কাটাকাটির ঘটনা ঘটতো। গত ৪ মে তাদের মধ্যে পড়ালেখার বিষয়ে কথা-কাটাকাটি হয়। ৫মে শুক্রবার সন্ধ্যা ৭ থেকে ৮ ঘটিকার মধ্যে যেকোন সময় মাটির দোতলা বাড়ির তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়। পরে রাত ৮ টার দিকে শ্রাবন্তীর মা খুজতে খুজতে দোতলায় গিয়ে মেয়েকে ফাঁস দেওয়া অবস্থায় দেখে। তার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে মৃত অবস্থায় নিচে নামায় শ্রাবন্তীকে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। থানা তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।