আবু রায়হান লিটন,জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউপির(নতুন পাড়ার)বাসিন্দা সিদ্দিকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আঃ সামাদের ছেলে, ওয়াহেদ (৫০) এর বিরুদ্ধে।
২৮ এপ্রিল শুক্রবার আনুমানিক সকাল ৮ টায় ভুক্তভোগী গৃহবধূ তার পরিবারিক কাজ করছিলেন। এসময় অভিযুক্ত ওয়াহেদ (৫০) তার শয়ন কক্ষে প্রবেশ করে তাকে পিছন থেকে ঝাপটে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে। শ্লীলতাহানী ঘটনা উপলব্ধি করতে পেরে তার (গৃহবধূর) স্বামীর বড়ভাই মোঃ আব্দুস সালাম শয়ন কক্ষে প্রবেশ করলে ওয়াহেদ পালিয়ে যায়। বিষয়টি ইউ পি চেয়ারম্যান ফিরোজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, এই সম্পর্কে আমি অবগত নয়।
স্হানীয় মেম্বার হারুনর রশীদ বলেন, আমি মানুষ মারফত ঘটনা শুনেছি এখনো পর্যন্ত আমার কাছে কেউ অভিযোগ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় গ্রামবাসী বলেন, ইতিপূর্বে এই গ্রামের জনৈক এক আদিবাসী মহিলা ২০০৮ সালে ওয়াহেদের লালসার স্বীকার হয়ে একটি ছেলে সন্তানের জন্ম হয়। লাটারু নামের সেই সন্তানের বয়স এখন আনুমানিক ১৫ বছর। তৎকালীন স্থানীয় কিছু গ্রাম্য মাতব্বর সেই সন্তানের নামে ওয়াহেদের বাবা আঃ ছামাদের কাছ থেকে ১৭ শতক জমি লিখে দিয়ে ঘটনা ধামাচাপা দেন।
লাটারু নামের ছেলেটির অভিযোগ আমার মা থেকেও নেই কেননা তার আবার বিয়ে হয়েছে, আর বাবা তো আমার পরিচয় দেয় না এখন আমার ভবিষ্যৎ কি হবে জানিনা।
বারংবার এহেন ঘটনা ঘটিয়েও কোন শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকা বাসি।
এই বিষয়ে ওয়াহেদের সংগে মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।
বিষয়টি সম্পর্কে বদল গাছী থানা অফিসার ইনচার্জ আতিউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান এবিষয়ে কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।