আবু রায়হান লিটন,জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদল গাছীতে এবারি প্রথম জরুরী সেবা সহজীকরনের জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ২৪ঘন্টা সেবা প্রাপ্তির লক্ষে আল্ট্রাস্নোগ্রাম চেম্বার সহ ভেটেরিনারি মেডিক্যাল জরুরী বিভাগ স্বউদ্যোগে স্হাপন করলেন বদলগাছী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক। গত মঙ্গলবার বদল গাছী প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে অফিসার নাজমুল হকের সঙ্গে আলাপ কালে তাঁর এই উদ্যোগের কারন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেশের প্রাণী সম্পদ জাতীয় অর্থনীতিতে এক উল্লেখ যোগ্য ভুমিকা রাখে এবং বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। দেশের লক্ষ লক্ষ প্রাণী সম্পদের সুসাস্হ্য নিশ্চিত করার মাধ্যমে প্রাণী সম্পদ বৃদ্ধি করে গরু ছাগল মহিষ হাস মুরগী কবুতর সহ অন্য প্রাণী সম্পদের ডিম মাংস ও দুধের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা এবং প্রতিটি জেলায় বিদেশে রপ্তানি যোগ্য গরুর মাংস সহ অন্য মাংস প্রক্রিয়া জাত করন গুড়া দুধ তৈরির শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমে অনেকাংশে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব বলেই তার এই উদ্যোগ।
তিনি স্ব-উদ্যোগে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যা এলাকার সেবা গ্রহণকারী সহ খামারিদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে।তাঁর এই উদ্যোগ ইতিমধ্যে উর্ধতন কতৃপক্ষের কাছে সমাদৃত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন তাঁর এই উদ্যোগ প্রাণী সম্পদ অধিদপ্তর ও দেশের প্রতিটি ভেটেরিনারি হাসপাতালে স্হাপন করে জনবল নিয়োগের মাধ্যমে প্রাণী সম্পদের উন্নয়ন করে প্রধান মন্ত্রীর আগামী ৪১ ভীষন ব্যস্তবায়ন সম্ভব।