নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া বিলে পল্লী বিদ্যুৎ সমিতির তিন স্প্যান তার চুরির অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় বসবাসকারীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
স্হানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ এপ্রিল) রাত দুইটার দিকে ছাতড়া বিলের ওপর দিয়ে মহাদেবপুর উপজেলায় যাওয়া তিন স্প্যান লাইনের আধা কিলোমিটার তার চুরির ঘটনা ঘটেছে। তার চুরি যাওয়ায় এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ এর জোনাল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান জানান, তিন স্প্যান লাইন চালু অবস্থায় তার চুরির ঘটনা ঘটে। এতে তিনটি পোল ভেঙে পড়ে। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। সন্ধ্যা নাগাদ লাইন চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।