নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়া উপজেলার, ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নের, নলবাতা ৬ নং ওয়ার্ডের সৎ, নির্ভিক, জনদরদী, গরীব দুঃখী, মেহনতী মানুষের বন্ধু, ও অহংকার বিহীন সাদা মাটা মনের মানুষ তারুণ্যের এক জনপ্রিয় ব্যক্তি, মেম্বার দেলোয়ার হোসাইন দিপু।
গত ইউপি নির্বাচনে ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নের, নলবাতা ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করেন তিনি, এবং জনগনের ভালোবাসায় বিপুল ভোটে, নলবাতা ৬ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হন তিনি।
মেম্বার নির্বাচিত হওয়ার আগে ও পরে তিনি ছিলেন, অনেক উদার ভালোবাসা প্রেমী একজন ব্যক্তি ওয়ার্ডের প্রতিটি ব্যক্তিকে তিনি সম্মান প্রদর্শন করেন ও মন থেকে ভালোবাসেন। ওয়ার্ডের গরীব দুঃখী, মানুষের সব সময় পাশে থাকেন তিনি, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অসহায়, গরীব দুঃখী, মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন তিনি।
সরেজমিনে গিয়ে আরো জানা যায়, তিনি তাঁর নিতি আদর্শ নিয়ে জনসাধারনের পাশে ছিলেন ও আছেন, এবং সরকারী তহবিলের সবগুলো অনুদান স্বয়ংসম্পুর্ন ভাবে, ওয়ার্ডের জনসাধারনের মাঝে বিতরন করে থাকেন।