শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ১০:৩৫
ব্রেকিং নিউজ

পলাশবাড়ীতে শত্রুুতা করে পাট ক্ষেত বিনষ্ট

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ , রাত ১০:২৮
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ীতে ৪২ শতাংশ জমির পাটক্ষেত শত্রুুতা করে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, উপজেলারই কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের মৃত নছিম উদ্দিন এর ছেলে রাজু মিয়ার ৪২ শতাংশ জমিতে পাটবীজ বপন করেন। ঘটনার দিন ২৫ এপ্রিল রাত আনুমানিক ১১ টার সময় জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মৃত মফিজ উদ্দিন গাছুর ছেলে হেলাল উদ্দিন ও তার সহযোগীরা উক্ত ঘটনাটি ঘটিয়েছে বলে এজাহার সূত্রে জানা যায়।

অভিযোগ কারী রাজু মিয়া জানান, আমি নিম্নে তফসিল বর্ণিত জমি কবলা মূলে প্রাপ্ত হয়ে ভোগ দখল করছি। হঠাৎ হেলাল উদ্দিন তার সহযোগীদের নিয়ে মঙ্গলবার রাত্রে আমার জমির পাটক্ষেতে পাট গাছের মাথাকেটে বিনষ্ট করে এবং বাড়িতেও হামলা চালানোর চেষ্টা করে। এসময় থানায় খবর দিলে পুলিশ আসার খবর শুনে তারা পালিয়ে যায়। এব‍্যাপারে ২৬ এপ্রিল পলাশবাড়ী থানায় এজাহার দায়ের করা হয়।

এ বিষয়ে  অভিযুক্ত হেলাল উদ্দিনের বাড়ীতে গেলে তাদের পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।