নিউজ ডেস্ক :- নতুন দিগন্ত
লক্ষীপুরের রায়পুরে গতকাল সোমবার ২৪ এপ্রিল দুপুরে পৌর শহরের মধুপুর গ্রামে ৫ নং ওয়ার্ডের জায়গা-জমির পুর্বশক্রতার জের ধরে আব্দুল জব্বার ভূঁইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পারবারিক সুএে যানাযায় দুই পক্ষের মাঝে জমির দখল নিয়ে মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রবাসী স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে রায়পুর থানায় ০৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
জানা যায় উক্ত মারামারির ঘটনায় আহতদের রায়পুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, আলী হোসেন (৮২) ইয়াসমিন আক্তার (৩৫) আশুরা বেগম (৭০)প্রতিপক্ষ মুক্তার ভূঁইয়ার নেতৃত্বে জোরপূর্বক আম পাড়াকে কেন্দ্র করে বাধার সম্মুখীন হলে পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে আলী হোসেন গংদের ওপর অতর্কিত হামলা চালায় ।
হামলাকারীরা হলেন মুক্তার আহমদ( ৬৫) শরীফ হোসেন( ৪০) নূরনবী ভুট্টো ( ৫০) সাথী আক্তার(৩৫)
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনার স্হাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
অভিযোগ এর বাদী ইয়াসমিন আক্তার বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যচার অবিচার করে আসছে। এরই জের ধরে এ ঘটনা ঘটায়।
এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে, অভিযুক্ত শরিফ হোসেন এর সাথে যোগাযোগ করিলে তিনি বলেন, আমাদের সাথে দীর্ঘদিন জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। আমাদের সাথে বাদীর হাতাহাতি ঘটনা ঘটেছে বলে তিনি শ্বিকার করেন।
এ ব্যাপারে যোগাযোগ করিলে রায়পুর থানা অফিসার ইনচার্জ( ওসি) শিপন বড়ুয়া বলেন ঘটনা স্হলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।