নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। ২ হাজার নারী উদ্যোক্তাকে অনুদান দেওয়া হয়েছে। রংপুরের পীরগঞ্জে ২০ জন ও ঢাকায় ৩৫ জনকে অনুদান দেওয়া হয়েছে। আরও ৫ হাজার নারী উদ্যোক্তাদের অনুদান দেওয়া হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সারাদেশে ২৫ হাজার নারী উদ্যোক্তাকে অনুদান ও প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে নারীরা অর্থনীতিতে প্রভাব রাখছে। নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। উন্নত বিশ্বের সমৃদ্ধির পেছনে নারীদের অবদান রয়েছে। বিগত দিনে কোনো সরকার নারীদের জন্য কাজ করেনি। তারা সরকারি কোনো অনুদান পায়নি। শতভাগ এলাকা বিদ্যুতের আলোয় আলোকিত। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে। কৃষক সার পাচ্ছে। গৃহহীনরা ঘর পাচ্ছে। সাধারণ মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে। সকল সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায়।
তিনি আরও বলেন, রোজার সময় সহনশীল ও ধৈর্যের পরিচয় দিতে হবে। ত্যাগের মহিমায় নিজেকে তৈরি করতে হবে। রমজানের শিক্ষায় ১১ মাস শিক্ষা নিয়ে চলতে হবে। বেশি বেশি যাকাত, দান সদকা করতে হবে।