আবু নাছির
ফরিদপুর প্রতিনিধি:
পবিত্রঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় গরীব দুস্থদের মাঝে ঈদ উপহার হিসাবে নগরকান্দা উপজেলার পুড়া পাড়া ইউনিয়ন এর পুড়াপাড়া বাজার সরোয়ার মার্কেট চত্বর ও বড় কাজুলী গ্রামে শাড়ি লুঙ্গি বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাজী আব্দুস সোবহান।
বুধবার সকাল ৯ টায় পুড়াপাড়া ইউনিয়ন এর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে পুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজুর রহমান এর সভাপতিত্বে দুটি স্থানে দুস্থ ও অসহায়, গরীব দুঃখী নারী পুরুষের মাঝে নিজ হাতে শাড়ি লুঙ্গি বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাজী আব্দুস সোবহান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা কাজী তানভীর আহম্মেদ, পুরাপড়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসলাম, নরকান্দা উপজেলা মৎস্যজীবী লীগের অ্যাক্টিভ সদস্য শহিদুল ইসলাম, কাজী সুমন প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী আব্দুস সোবহান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল বিত্তবানদের গরিব অসহায়দের দিকে ফিরে তাকাতে বলেছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি ঈদ উপহার হিসেবে এবারের ঈদে গরিব অসহায় দশ হাজার মানুষের পাশে থেকেই শাড়ি লুঙ্গি বিতরণ করছি। শাড়ি লুঙ্গি বিতরণ শেষে দুপুরে তিনি সালতা উপজেলার রসুলপুরের দিয়াপাড়ার একটি মহিলা মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ তুলে দেন এবং মহিলা মাদ্রাসা উন্নয়নের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।