মোংলা প্রতিনিধি
মোংলর নিকটবর্তী রামপালের বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ভবন থেকে পড়ে ব্রিজেশ কুমার ভার্মা (৩২) নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন। রবিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
ব্রিজেশ দুই বছর ধরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার হারদী লালপুর গ্রামের রাম প্রতাপ ভার্মার ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ইন্সপেক্টর এস এম আশরাফুল আলম জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন এফজিডি-২ ভবনের ২৮ মিটার উপরে প্ল্যাটফর্মে কাজ করার সময় পড়ে যান ব্রিজেশ, এতে তিনি গুরুতর আহত হন, দ্রুত তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। তিনি দুই বছর ধরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।