কাজী ওমর ফারুক ,মোংলা
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার করায় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার (৮ এপ্রিল) ভোরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হলেন মো. অসীম শেখ, মো জাকির হোসেন ও সাগর নাথ। তারা মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বাসিন্দা।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে মাছ শিকারের অবৈধ জাল ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। তারা অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের অপচেষ্টা করে আসছিল। কিন্তু বনরক্ষীদের নিয়মিত টহলের কারণে তারা আটক হন। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোনো পারমিট ছিল না।'
এ ঘটনায় তাদের নামে বন আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।