শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ০৯:২৮
ব্রেকিং নিউজ

দাসত্ব

রিপোর্টার :
প্রকাশ : শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ , রাত ১১:৩১

কবি: রিপন গুণ


 


জন্ম থেকে মৃত্যু অবদি দাসত্বের শৃঙ্খলে বন্দী সবাই 

দাসত্ব এখন শুধু আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন,

আমাদের স্বপ্ন প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে-

মহাকালের চর্চিত ছলে।




দাসত্ব বোধ নিরবধি বয়ে চলে-

অতীত, বর্তমান আর ভবিষ্যতের মহাকালে

দাসত্বকে কাঁধে নিয়ে, অনিশ্চিত আগামীতে। 




দাসত্ব এখন মোদের বেঁচে থাকায়

দাসত্ব মোদের মরে যাওয়ায়,

মোদের চেতনার প্রচ্ছদ জুড়ে গ্লানি আর 

জড়তার অদৃশ্য অবগুণ্ঠন।




জীবন চলার পথে, পাওয়া না পাওয়ার হিসেব কষে দেখি!! 

দাসত্ব মোদের স্বাধীনতায়, 

দাসত্ব শুধু, ক্ষুধার্তের নিত্য বুকফাটা হাহাকারে-

মিলেছে শুধু শোষকের উদ্যম আনন্দ নৃত্য।




পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আমরা

সময়ের কাছে আমরা আজ, অসহায় কৃতদাস।

হৃদয়ে লালিত স্বপ্ন আর আকাঙ্ক্ষা গুলো-

লুণ্ঠিত হয় স্বার্থের ছকে বাঁধা দাসত্বে।


 


দাসত্বের চার দেয়ালে বন্দী আমরা

ডানাহীন পাখির মতন,

নিমেষেই বরণ করে নেই, মুক্তির অপমৃত্যু-

শোষকের নিষ্ঠুর পদাঘাতে দলিত কৃষ্ণচূড়ার মতো।




হে! স্বাধীনতা তুমি কি জাগ্রত আছো?

নাকি দাসত্বের নামে, উলঙ্গ হয়ে নাচো?




দাসত্ব থেকে মুক্তির পথে-

বঞ্চিতের শতসহস্র হাত, গর্জে উঠবে আরার

দাসত্বের শৃঙ্খল, বিলিন হবে অভিশপ্ত সমাধীতে।


 


রচনাকাল : মার্চ/২০২৩


কাশবন, বারহাট্টা, নেত্রকোনা।