শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ১১:৪০
ব্রেকিং নিউজ

পোরশায় ছয়ঘাটি জামে মসজিদে অনুদান প্রদান করলেন"উপজেলা পরিষদ চেয়ারম্যান।

রিপোর্টার :
প্রকাশ : শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ , রাত ০২:১৩

সুনীল কুমার , 


পোরশা(নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পোরশা উপজেলায় নবনির্মিত ছয়ঘাটি জামে মসজিদে অনুদান প্রদান করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। 


বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে ব্যক্তিগত তহবিল থেকে সংশ্লিষ্ট মসজিদের সম্পাদক আজিজুল হক ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমানের হাতে নগদ অর্থের এ অনুদান তুলে দেন। 


উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেন, তিনি তার ব্যক্তিগত তহবীল থেকে বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকেন এবং আগামীতেও তা অব্যাহত রাখবেন বলে আশা করছেন। এজন্য তিনি সকলের কাছে দোয়া চান। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।