শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ১১:৩৯
ব্রেকিং নিউজ

চামারী ইউনিয়নের প্রতিটি জনগনের সেবক হতে চাই - রবিউল করিম রবি

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩ , ভোর ০৪:১৫

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার


নাটোরের সিংড়া উপজেলার ৫ নং চামারী ইউনিয়নের চকবল রামপুর গ্রামের অনেক আলোচিত নাম, আওয়ামী নেতা, রবিউল করিম রবি। চামারী ইউনিয়ন জুড়ে রয়েছে ব্যপক জনপ্রিয়তা, তিনি গত ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থানের তালিকায় রয়েছিলেন। তিনি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি) কে অনুসরণ করেন এবং তাঁর নীতি আদর্শকে সম্মান জানিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়, রাজনীতি নিয়ে সামনের পরিকল্পনা কি তাঁর তিনি প্রশ্নের জবাবে বলেন, আমি চামারী ইউনিয়নের প্রতিটি জনগনের সেবক হতে চাই, জনগনের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্যই আমি রাজনীতি পেশায় প্রবেশ করেছি। 


তিনি আরো বলেন আমার ইউনিয়নের প্রতিটি জনগনকে আমি ভালোবাসি এবং জনগনও আমাকে ভালোবাসেন তাঁর প্রমাণ গতবারের ইউপি নির্বাচন।


সরজমিনে গিয়ে জানা যায়, রবিউল করিম রবি উচ্চ সুশিক্ষিত (এল,এল,বি) করা একজন ব্যক্তি। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবা মুলক কাজ করে থাকেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রয়েছে তাঁর প্রতি জনগনের প্রচুর আস্থা ও বিশ্বাস, গরীব দুঃখি মেহনতী মানুষের প্রিয় বন্ধু, রবিউল করিম রবি।