শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ১০:৪১
ব্রেকিং নিউজ

বদলগাছী থানা পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন।

রিপোর্টার :
প্রকাশ : বুধবার , ৫ এপ্রিল ২০২৩ , বিকাল ০৩:০০

আবু রায়হান লিটন, জেলা প্রতিনিধি,নওগাঁঃ

নওগাঁর বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃআতিয়ার রহমান, এস আই মোঃ আশরাফুল আলম, এএসআই মোঃজালাল উদ্দীনগণের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো নির্যাতনের ঘটনা সাজিয়ে নওগাঁ পুলিশ সুপার বরাবর অভিযোগ দাখিল এবং নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন এক ভুক্তভোগী। 

অভিযোগ সূত্রে জানাযায়, নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের ঢেকড়া গ্রামের মোঃরফিকুল ইসলামের স্ত্রী মোসাঃ সাবিনা ইয়াসমিন(কালমা) ২১মার্চ তার বসতবাড়ীর সীমানা জটিলতা এবং ইটের ওয়াল প্লাস্টার করতে না দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের বাসিন্দা মোঃ ছাত্তার হোসেনের ছেলে সালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে ২৭ মার্চ দুপুর আনুমানিক ০১.৩০টায় বদল গাছী থানা অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, এসআই আশরাফুল আলম ও এএসআই জালাল উদ্দীন তদন্তে এসে বিবাদী সালামকে চেয়ারম্যানের নির্দেশে এসআই মোঃআশরাফুল আলম বিবাদীকে টেনে হিচঁড়ে ওসি মোঃআতিয়ার রহমানের কাছে নিয়ে আসলে ওসি সাহেব বিবাদী সালামকে চড়থাপ্পড় মারে এবং এ এস আই মোঃ জালাল উদ্দীন বুটের পায়ে বিবাদীকে এলোপাতি লাথি মারার অভিযোগ উঠেছে । 

এরই প্রেক্ষিতে গত ৩১মার্চ শুক্রবার নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, এসআই মোঃ আশরাফুল আলম ও এএসআই মোঃ জালাল উদ্দীনগণ প্রতিপক্ষের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী সালাম হোসেন।

এবিষয়ে সরজমিন তদন্তে স্থানীয় লোকদের সাথে আলাপকালে তাঁরা জানান, সংবাদ সম্মেলনে সালামের লিখিত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ ধরনের কোন ঘটনা ঘটলে আমরা স্থানীয় পর্যায়ে জানতাম ও শুনতাম। সংবাদ সম্মেলনে বক্তব্যের বিরুদ্ধে স্থানীয় লোকজন ও ঘটনার কিছু স্বাক্ষী বলেন,সালাম হোসেন আমাদের কাছে স্বাক্ষর চেয়েছে অনেকেই স্বাক্ষর করেছে দেখে আমরা স্বাক্ষর দিয়েছি।থানা পুলিশ সালামকে চড়থাপ্পড় ও লাথি মারেনি এবং কোন খারপ আচরন করেনি বরং সালাম হোসেনই পুলিশের সাথে খারাপ আচরন করে। তখন ওসি সাহেব শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সালামকে গাড়ীতে তোলার কথা বলেছে।

বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃমেছের আলী বলেন,ঘটনা স্থলে আমি ছিলাম না।আমি কোন ঘটনা দেখিনি।আমাদের নেতা কর্মীরা আবেদন পত্র আমার কাছে নিয়ে আসলে আমি দোষীদের বিরুদ্ধে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছি।

ভুক্তভোগী সালাম হোসেন বলেন,সাবিনা ইয়াসমিন নামে আমার প্রতিবেশীর সাথে বাড়ী ভিটার সীমানার দ্বন্দ্ব নিয়ে থানায় অভিযোগ করলে থানা পুলিশ ঘটনার দিন আমার বাড়ীতে এসে আমার সাথে খারাপ আচরন করে এবং আমাকে চড়থাপ্পড়, লাথি মারে।

বালুভরা ইউপি চেয়ারম্যান মোঃ এমরান হোসেন বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম সালামকে থানা পুলিশ কেউ মারেনি বরং সালামের আচরণ ছিল খুবই খারাপ।থানা পুলিশ তাকে ভালো ভাবে বুঝানোর চেষ্টা করেছে।তিনি আরও বলেন আমাদের থানার অফিসার্স ইনচার্জ অত্যন্ত সৎ ও যোগ্য, চৌকস পুলিশ অফিসার। আমরা তার থেকে সব সময় আইনগত সেবা পেয়ে থাকি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআতিয়ার রহমানের কাছে গত (৩১ মার্চ) শুক্রবার সংবাদ সম্মেলনে সালামের লিখিত বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, একটি কুচক্রী মহল আমাকে ও আমার পুলিশ বাহিনীর সন্মান ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে ও আমার থানার কর্মরত এসআই মোঃ আশরাফুল আলম,এএসআই মোঃজালাল উদ্দীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে যা মিথ্যা ও ভিত্তিহীন।শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা সর্বদা সততার সাথে সচেষ্ট থাকব। 

নওগাঁ পুলিশ সুপার মোঃ রাশিদুল ইসলাম বলেন,এবিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।