নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার
দুনিয়ার মজদুর এক হও বাংলার মেহনতি মানুষ এক হও এই স্লোগানকে সামনে রেখে, আগামী ২ এপ্রিল রোজ রবিবার, নাটোরের সিংড়া উপজেলার ৫ নং চামারী ইউনিয়নের, সোনাপুর স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
এই সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হচ্ছেন অনেকেই। সরেজমিনে গিয়ে জানা যায় ৫ নং চামারী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী হচ্ছেন মোঃ দুলাল। এই ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ দুলালকে জিজ্ঞাসাবাদে তাঁকে প্রশ্ন করা হয় তিনি এবারের সাধারন সম্পাদক পদপ্রার্থী নির্বাচিত হলে, সামনের ত্রি-বার্ষিক সম্মেলনের আগ মুহূর্ত পর্যন্ত তাঁর করনীয় কাজ কি থাকবে।
তিনি জবাবে বলেন আমি একজন ব্যবসায়ী আমার ব্যবসার পাশাপাশি রাজনীতি করি, জাতীয় শ্রমিক লীগকে আমি মন থেকে ভালোবাসি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। জুনাইদ আহমেদ পলক (এমপির) সৈনিক হিসেবে ও নৌকা প্রতিককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্য, আমি ও আমার সংগঠন নিয়ে কাজ করে যাবো।