মোংলা প্রতিনিধি
নাশকতা মামলায় মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকও মোংলা উপজেলা শিবির সভাপতি মোঃ ওমর ফারুকসহ বিএনপি ও জামায়াতের ছয় নেতা কর্মিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সন্ধ্যার পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা শিবির সভাপতি মোঃ ওমর ফারুক, মিটাখালী ইউনিয়নের জামায়াতের সহ-সভাপতি মোঃ লুৎফর আমিন, বিএনপি'র , জামায়াত কর্মী শফিকুল শেখ, জিয়ার শেখ এবং মোঃ মুজাহিদ শেখ।
ওসি মনিরুল ইসলাম বলেন, মোংলা পৌর শহর ও উপজেলার মিঠাখালি এলাকা হতে অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পুরোনো একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এতদিন তারা পলাতক ছিলেন। সোমবার (২৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে।
এদিকে গ্রেফতারের নিন্দা জানিয়ে এদিন রাতে বাগেরহাট জেলা বিএনপির ও জামায়াত ইসলামী নেতৃবৃন্দ বলেন, হয়রানি ও মিথ্যা নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতারে মোংলা উপজেলায় বিএনপি ও জামায়াত নেতা কর্মিদের মাঝে ভীতি সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহারসহ তাদের মুক্তি দাবি করেন ।