রুমান শাহরিয়ার, জামালপুর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় জামালপুরেও জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রবিবার স্বাধীনতা দিবসটির প্রথম প্রহরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ বেদীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে রণাঙ্গনের সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে সকল শহীদদের স্বরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন, বিচার বিভাগ,পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ,জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাব,জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি,টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে সম্মিলিত কুচকাওয়াজ ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় কুচকাওয়াজ,শিক্ষার্থীদের আবৃত্তি,বিতর্ক প্রতিযোগিতা,চিত্রাঙ্কন ও খেলাধুলায় অংশগ্রহণে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালিত হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট বাকী বিল্লাহ,জেলা পরিষদের চেয়ারম্যান,জামালপুর, অতি.পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও সদর সার্কেল মহোদয়গন,জেলা আনসার কমান্ডেন্ট, জেলার জামালপুর জেলা কারাগার, জেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর পরিচালক, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, পুনাক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।