বৃহঃস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ , সন্ধ্যা ০৭:৫২
ব্রেকিং নিউজ

জামালপুরে গণহত্যা দিবস পালিত

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ২৬ মার্চ ২০২৩ , রাত ০১:৩৮

রুমান শাহরিয়ার, জামালপুর জেলা প্রতিনিধিঃ

আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবির মধ্য দিয়ে জামালপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। 


দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জামালপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করে জামালপুর প্রেসক্লাব এবং সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১-এর নেতৃবৃন্দ।



এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ ১৯৭১ সালের ২৫ মার্চ এবং মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।


জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও প্রেসক্লাব এবং সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ এর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ এর জেলা শাখার যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সেলিম, কার্যকরি সদস্য পোগলদীঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, জামালপুর জেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনর সভাপতি শওকত জামান প্রমূখ।


এ সময় জামালপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সদস্য, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১, জেলা শাখার অন্যান্য কর্মকর্তা, সদস্য, মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মানুষ উপস্থিত ছিলেন।