শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ০৯:৫১
ব্রেকিং নিউজ

নাটোরের সিংড়া উপজেলা থেকে মাছ চাষী আলেক নামের একব্যক্তি নিখোজ

রিপোর্টার :
প্রকাশ : বুধবার , ২২ মার্চ ২০২৩ , রাত ০১:৩৬

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার




নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের মোঃ আলেক মিয়া (৪৫) নামের একব্যক্তি দুই দিন ধরে নিখোঁজ হয়েছেন। সে একজন মাছ চাষী। নিখোঁজের একদিন পর মঙ্গবার (২১ মার্চ) সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বড় ছেলে আলিফ হোসেন। আলিফ হোসেন জানান, সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় আমার পিতা মোঃ আলেক মিয়া (৪৫) আমার নিজ বাড়ি হইতে ২ লাখ টাকা নিয়ে গুরুদাসপুর উপজেলার বৃ-গড়িয়া বাজারে মেসার্স নাফিসা ফিস ফিড-এ মালিক গোলাম আজম দোকানে শুভ হালখাতা করার জন্য বাড়ি থেকে বাহির হন।


 


দুপুর ১ টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাই। অনেক খোঁজা খুঁজির পরে কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পার হয়ে গেলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তাই এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হারানো ব্যক্তির গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য হালকা-পাতলা, পোষাক-লাল রং এর টি শার্ট ও লুঙ্গি পরনে ছিলো। তাঁর বড় ছেলে জানান যদি কোন ব্যক্তি আমার পিতার খোঁজ পেয়ে থাকেন আমার মোবাইল নাম্বারে ০১৭৬০-৭৩৮৭৩৬ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলো।