শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ১০:০৭
ব্রেকিং নিউজ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা।। জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ৯ ইউপি সদস্য

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ১৯ মার্চ ২০২৩ , রাত ০২:১৭

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭ নং পবনাপুর ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ আনায়ন করে অনাস্থা দাবী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য। 


অভিযোগের পর দীর্ঘদিন তালবাহানার এক পর্যায়ে অবশেষে ১৯ মার্চ রোববার ইউপি সভা আহবান করেছেন তদন্ত কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার।


গত ৬ মার্চ গাইবান্ধা জেলা পুলিশ সুপার বরাবরে এই অভিযোগ দাখিল করা হয়।


অভিযোগে উল্লেখ করা হয় অনাস্থা প্রস্তাব তুলে নিতে ৯ ইউপি সদস্যদের বাড়ী বাড়ী গিয়ে খুজতে শুরু করেছে ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমানের সন্ত্রাসীরা।তারা বিভিন্ন ভাবে ইউপি সদস্যদের হুমকি ধামকি অব্যাহত রেখেছেন।