শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ , রাত ১০:৫০
ব্রেকিং নিউজ

স্বাস্থ্য সেবার মান শতভাগ; প্রসংশায় ভাসছে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ৪ মার্চ ২০২৩ , রাত ১২:৫৬

আক্তারুল ইসলাম খুলনা , বটিয়াঘাটাঃ


খুলনা জেলার অবহেলিত একটা উপজেলার নাম বটিয়াঘাটা। বটিয়াঘাটার প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার অঙ্গীকারে বদলে গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ, গ্রামীণ মানুষের জীবনে এনেছে স্বস্তি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের দক্ষ ব্যবস্থাপনায় অতীতের যেকোনো সময়ের চেয়ে রোগীরা এখন আন্তরিকতাপূর্ণ সেবা পাচ্ছেন । প্রয়োজনীয় জনবল সংকট থাকা সত্বেও এখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নানা সংকট মোকাবিলার মাধ্যমে বটিয়াঘাটায় স্বাস্থ্যসেবা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ , অন্ত: বিভাগ এবং বহির্বিভাগের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। এ ছাড়া আছে পৃথক মা ও নবজাতক বিভাগ। বিশেষায়িত রোগ ছাড়া এই হাসপাতালে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে।


এ হাসপাতালে টিকা দেওয়া হয়, শ্বাসতন্ত্রের তীব্র প্রদাহের চিকিৎসা দেয়া হয়, পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হয়। পুষ্টিসেবার জন্য আছে বিশেষ কর্নার। আছে এক্স-রে সুবিধাসহ পরীক্ষা-নিরীক্ষার সুযোগ।

পরিষ্কার - পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন সার্বিক কার্যক্রম তদারকির মাধ্যমে বটিয়াঘাটার স্বাস্থ্য খাতের ইতিহাসে এক অনন্য সফলতা বলে আখ্যা দিচ্ছেন স্থানীয়রা । বটিয়াঘাটা এলাকার দীপালী মন্ডল, জাহিদ সরদার, খলিল গাজি সহ স্থানীয় বাসিন্দারা জানান , কমপ্লেক্সের দৃশ্যপট একেবারে পাল্টে দিয়েছেন বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা। তিনি এখানে যোগদানের পর থেকে হাসপাতালে রোগীদের খাবার , পরিষ্কার পরিচ্ছন্নতা , পরিবেশের উন্নয়নসহ নানামুখী সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছেন । 

হাসপাতালে ভর্তি থাকা রায়পুর এলাকার ইসলাম শেখ বলেন, হাসপাতালে ভর্তির পর থেকেই বেশির ভাগ ওসুধ বিনা মুল্যে পেয়ে আমরা খুব খুশি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক স্বাস্থ্যকর্মী জানান, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কারণে এই এলাকার দরিদ্র মানুষ আজ সঠিক ভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। কীভাবে আরও স্বাস্থ্য সেবা সহজে প্রতিটি ইউনিয়ন , ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় এ ব্যাপারে প্রতিনিয়ত সভা সমাবেশের মাধ্যমে তাদের সঠিক দিকনির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা । তাছাড়া এ কর্মকর্তার সৃজনশীল ভাবনা এবং উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান তারা । বিশেষ করে হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীরা নিজেরাই সকল পরিচ্ছন্ন করার কর্মজজ্ঞ চালু করেন , যা চলমান রয়েছে । এমন মহতী কাজের জন্য সর্বস্তরে প্রশংসা কুড়িয়েছে এবং সারাদেশের অনেক প্রতিষ্ঠান এ পথেই হাটছেন । সমগ্র দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করার লক্ষ্যে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার মান সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা । এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন , সকল চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা , উপজেলা প্রশাসন , স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগিতায় আমি চেষ্টা করে যাচ্ছি সেবার বৃদ্ধিসহ হাসপাতালের উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে ।