মোংলা প্রতিনিধিঃ
দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় বীমা দিবস’। “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ স্লোগানকে সামনে রেখে মোংলায় পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১লা মার্চ) সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয় অফিসার সবুজ বৈরাগী, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান প্রমুখ।