• ঢাকা
  • শুক্রবার , ৯ জুন ২০২৩ , সন্ধ্যা ০৭:৫৬
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

খুলনার বটিয়াঘাটায় আগুনে ভস্মীভূত হলো দোকান সহ বাড়ি। ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

রিপোর্টার : দৈনিক নতুন দিগন্ত
খুলনার বটিয়াঘাটায় আগুনে ভস্মীভূত হলো দোকান সহ বাড়ি। ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। ই-পেপার/প্রিন্ট ভিউ

আক্তারুল ইসলাম খুলনা বটিয়াঘাটা ->>


আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল দোকান সহ একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে,খুলনা বটিয়াঘাটা উপজেলার খৈয়াতলা এলাকায়। ঘটনায় জখম হয়েছেন বাড়ির মালিক শংকর বিশ্বাস। বুধবার (২২ ফেব্রুয়ারি ২৩) রাত ১2 টার দিকে খৈয়াতলার স্থানীয় বাসিন্দা শংকর বাওয়ালীর পেট্রোল ডিজেলের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোটা দোকান সহ বাওয়ালীর থাকার ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে গিয়ে ওই বাড়ির লোকজনকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে যান। এরপরই আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বটিয়াঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় প্রায় দু’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার মধ্যে ঘরে ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে যায়। ঘটনায় জখম হয় সৌমিত্র বিশ্বাস (২৪)। তাঁকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন স্থানীযরা। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী বলেন, আগুনে বাড়ির ২টি ঘর, আসবাবপত্র ও একটি দোকান পুড়ে গিয়েছে। প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বটিয়াঘাটা ফায়ার সার্ভিস এর ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । কিন্তু তার আগেই সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। 


সারাদেশ

আরও পড়ুন