নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কি বর্তমান সংবিধান অনুযায়ী হবে, না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তা নিয়ে দুই দলের অনড় অবস্থান বিপজ্জনক।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইলেকশন মনিটরিং ফোরাম- ইএমএফ এর দেশি বিদেশি পর্যবেক্ষকদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বড় কোন দল যদি নির্বাচন না আসে, তাহলে তা নির্বাচনের ফলাফলে ঝুঁকি তৈরি করবে। তিনি আরও বলেন, নির্বাচন বিদ্যমান ব্যবস্থায় হবে না তত্ত্ববধায়ক সরকারের অধীনে হবে- তা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হবে বলে আশা তার।
সব দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে মনে করেন সিইসি। বিরোধী দলকে নির্বাচনমুখী করতে সরকারি দলের ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল