নিজস্ব সংবাদদাতাঃ-
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্বপ্নের ঠিকানা প্রকল্প ব্রীজ স্কুলে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্থাবক অর্পণ ও আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার ১১টার সময় উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের সামুদাফাৎ গ্রামে স্বপ্নের ঠিকানা প্রকল্প ব্রীজ স্কুলে অমর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের র্যালী আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কণ ও কবিতা আবৃতি প্রতিযোগিতা করা হয়। বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতারণ করা হয়। এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক স্বপ্নের ঠিকানা বিদ্যলয়ের সকল শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও খাতা বিতরণ করা হয়। এতে সামুদাফাৎ ব্রীজ স্কুলের সভাপতি মোঃ তৈয়ুবুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান মামুন খান, বিশেষ অতিথি এরিয়া কো-অর্ডিনেটর মো. জিয়াউর রহমান, বিশেষ অতিথি টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোঃ জহিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, ব্রীজ স্কুলের সুপারভাইজার শেখ হাফিজ ও ব্রীজ স্কুলের সুপারভাইজার মারিয়া আক্তার রাখি, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ব্যাগ ও খাতা হাতে পেয়ে উচ্ছাসিত হয়েছে কোমলমতি শিশুরা।