• ঢাকা
  • শুক্রবার , ৯ জুন ২০২৩ , রাত ০৯:৩৫
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

যে কারণে ছুটি বাতিল করছেন ব্রাজিলিয়ানরা

রিপোর্টার : দৈনিক নতুন দিগন্ত
যে কারণে ছুটি বাতিল করছেন ব্রাজিলিয়ানরা ই-পেপার/প্রিন্ট ভিউ

ব্রাজিলের সাও পাওলোয় বছরের এই সময়ে অধিকাংশই মানুষই ছুটি কাটাতে বেড়াতে চলে যান। নববর্ষ পালন করেই তারা ফেরেন। তবে ফুটবল সম্রাটের পেলের মৃত্যুতে ছবিটা বদলে গেছে। ছুটি বাতিল করে অনেকে ফিরে এসেছেন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে।

সংবাদ মাধ্যম থেকে জানা যায়, নেইমার প্যারিস থেকে সাও পাওলোয় আসতে পারেন। যদিও অফিসিয়ালি এখনও কিছু জানাননি। নেইমারের পরিবারের লোকজন জানিয়েছে, ফুটবল সম্রাটের প্রয়াণের খবর শোনার পর থেকেই শোকে কাতর হয়ে রয়েছেন তিনি। তাই শেষ শ্রদ্ধা জানাতে সাও পাওলো আসতে মরিয়া। নেমারের জন্মও যে এই সাও পাওলোয়। পেলের মতো তারও উত্থান সেই স্যান্তোসে। এছাড়া আসার কথা রয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো-সহ সারা বিশ্বের অসংখ্য গণ্যমান্য অতিথিদের।


দীর্ঘ দিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার সাও পাওলোর স্থানীয় সময় বিকেল ৩.২৭ মিনিটে ৮২ বছর বয়সে পরোলোকে গমন করেন পেলে। তাই সাও পাওলোর মানুষ আপনজনকে হারানোর বেদনায় কাতর।


ফুটবল সম্রাটের প্রয়াণের খবর শোনার পর থেকেই অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের সামনে ভিড় জমতে শুরু করেছিল। সাও পাওলোয় এখন প্রত্যেক দিনই ঝড়-বৃষ্টি হচ্ছে। সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই ভক্তরা অপেক্ষায় রয়েছেন প্রিয় নায়কের।

আগামী মঙ্গলবার পেলেকে সমাধিস্থ করা হবে স্যান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকাতে। সেখানে অবশ্য শুধু তার পরিবারের সদস্যরাই থাকতে পারবেন। আগের দিন অর্থাৎ, সোমবার ভোরবেলায় হাসপাতাল থেকে ফুটবল সম্রাটের মরদেহ নিয়ে যাওয়া হবে স্যান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। এই মাঠেই বহু স্মরণীয় গোল করেছিলেন পেলে। সাও পাওলোর বাসিন্দাদের কাছে ভিলা বেলমিরো স্টেডিয়াম তীর্থস্থান। এখানেই ব্রাজিলের সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।


আন্তর্জাতিক

খেলাধুলা

আরও পড়ুন