নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৪ জনকে বিভিন্ন পদে বদলি ও পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ- ১ অধিশাখার উপ-সচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়।
আদেশে- পুলিশ স্টাফ কলেজে দায়িত্বরত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদর দফতরের ডিআইজি হিসেবে কর্মরত জামিল আহমেদকে পুলিশ সদরদফতরেই অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের ওয়াই এম বেলালুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি দিয়ে রাজারবাগ পুলিশ টেলিকমে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলমকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি দিয়ে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমীতে প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে এবং অতিরিক্ত আইজিপি প্রিন্সিপাল আবু হাসান মুহাম্মদ তারিককে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দীন খানকে হাইওয়ে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দীন আহমেদকে এন্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে এবং এন্টিটেরোরিজম ইউনিটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি মুহা. আশরাফুজ্জামানকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।