সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব-৪।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আরও এক মাদক কারবারি পালিয়ে গেছে বলে জানা গেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার সৈয়দ আলী সুপার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মো. সৈয়দের ছেলে সাইফুল ইসলাম (২৫), রাজশাহীর বাঘমারা থানার ধানগাছি এলাকার মোকছেদ শাহের ছেলে মোস্তাফিজুর রহমান সাব্বির (২৭) ও কক্সবাজার সদর থানার ওয়াহেদর পাড়া এলাকার মোস্তাক আহমেদের মেয়ে সেতেরা বেগম (৩৫)।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ওই মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মালেকা বানু বলেন, সন্ধ্যায় তিন মাদক কারবারিকে থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব-৪। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হবে।