বৃহঃস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ , সন্ধ্যা ০৭:০৯
ব্রেকিং নিউজ

সৌদি-ইরান পরস্পরের রাজধানীতে পুনরায় দূতাবাস খুলছে

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ৯ এপ্রিল ২০২৩ , রাত ০১:৪০

ইরান ও সৌদি আরব পরস্পরের রাজধানীতে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

জানা যায়, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আব্দুল লাহিয়ান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। দীর্ঘ সাত বছর পর এটিই দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক। সেখানে তারা গত মাসের ঐতিহাসিক চুক্তির নানা দিক নিয়ে আলোচনা করেন, যার মাধ্যমে তাদের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে তারা এক যৌথ বিবৃতিতে দু’মাসের মধ্যে পরস্পরের রাজধানীতে পুনরায় দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন। একইসাথে গুরুত্বপূর্ণ বিষয়াবলীতে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সূত্র : মিডল ইস্ট আই