• ঢাকা
  • শুক্রবার , ৯ জুন ২০২৩ , সন্ধ্যা ০৭:৫৮
ব্রেকিং নিউজ
হোম / আন্তর্জাতিক

বিশ্বের ‘মোস্ট ওয়ানটেড’ মানবপাচারকারী গ্রেপ্তার

রিপোর্টার : দৈনিক নতুন দিগন্ত
বিশ্বের ‘মোস্ট ওয়ানটেড’ মানবপাচারকারী গ্রেপ্তার ই-পেপার/প্রিন্ট ভিউ

‘বিশ্বের মোস্ট ওয়ানটেড মানবপাচারকারী’ হিসেবে অভিযুক্ত কিদান জেকেরিয়াস হাবতেমারিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোল এক ঘোষণায় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় পলাতক এই ইরিয়াত্রিয়ার নাগরিককে অবশেষে সুদান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, জেকেরিয়াস বিশ্বের দুর্ধর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত। যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার একটি শিবির পরিচালনা আসছিলেন। সেখানে তার বিরুদ্ধে ইউরোপে যেতে আগ্রহী শত শত পূর্ব আফ্রিকান অভিবাসীকে অপহরণ, ধর্ষণ এবং চাঁদাবাজির অভিযোগ।

বহুদিন ধরেই জেকেরিয়াসকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছিল। তাকে গ্রেপ্তারে রেড নোটিশ দেয় ইন্টারপোল। অবশেষে সুদান থেকে তাকে গ্রেপ্তার করা হলো।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ আ-সুওয়াইদি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, হাবতেমারিয়ামকে গত ১ জানুয়ারি সুদানের পুলিশ গ্রেপ্তার করেছে।


আন্তর্জাতিক

আরও পড়ুন