ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বলেছেন, নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই আওয়ামী লীগ। এই নৌকা দিয়েই আমি নিজেকে ব্র্যান্ডিং করছি। আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, এটা হয়তো এতদিন অনেকেই জানতেন না; কিন্তু চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের উপনির্বাচনের কারণে দেশবাসী এটা জেনেছে।
আজ বুধবার বিকেলে গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমানের সঙ্গে মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহিয়া মাহি বলেন, আগে থেকেই আমার পরিকল্পনা ছিল, মনোনয়ন পেলে যা করব, না পেলেও তা করব। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকাকে বিজয়ী করা। তাতে আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেয়। আমার মতো যারা মনোনয়ন পাননি, তাদের সবার প্রতি অনুরোধ, নৌকার পক্ষে কাজ করুন। আপনারা মনোনয়ন পেলে যা করতেন, এখনো তাই করুন। সেই লক্ষ্যে আমি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে কাজ শুরু করেছি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাহিয়া মাহি বলেন, ‘মানুষের সেবা করা আমার কাছে নেশার মতো। আমার একার পক্ষে কাজ করা অনেক কঠিন। এখানে যে-ই নির্বাচিত হোক তাকে সঙ্গে নিয়ে কাজ করব। আগামী নির্বাচন উপলক্ষে দীর্ঘ সময় পেয়েছি। জনগণের কল্যাণে কাজ করে পরের নির্বাচনের প্রস্তুতি নেব। আগে কাজ করতাম ছোট পরিসরে, এখন থেকে কাজের ব্যাপ্তি আরও বাড়বে। আগেও জনকল্যাণে কাজ করেছি, ভোটে নামার পর সবাই তা জেনেছেন। এই কাজ চলমান থাকবে।’
উল্লেখ্য, নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ইয়াসিন শাহ, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মণ্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।