দেশজুড়ে শৈতপ্রবাহ চলছে। অনেকটা থেমে থেমে চলছে জনজীবন। তবে এমন দিনে ঘরে বসে নেই হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আরামের ঘুমকে বিসর্জন দিয়ে ছুটে গেলেন স্কুলে। আজ বুধবার রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ৭টায় উপস্থিত হন তিনি। কারণটি হলো পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রচারণা।
খ্যাতিমান লেখক ও শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। আবু রায়হান জুয়েলের পরিচালনায় এটি মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি। তারই প্রচারণার অংশ হিসেবে আজ সকালে বিএএফ শাহীন স্কুলে ছুটে যান ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম। এ সময় তারা ছাত্র-ছাত্রীদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করেন। এর সঙ্গে টিফিন ও পেন বক্সও ছিল।
পরীমনির বলেন, ‘আমাদের এই সিনেমা তোমাদের (ছাত্র-ছাত্রী) জন্য। একথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।
পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘আমাদের এ সিনেমাটা মূলদর্শক বাচ্চারা। তাই সিনেমার প্রচারের অংশ হিসেবে আজ বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে এসেছি। সামনে আরও কিছু স্কুলে যাওয়াও ইচ্ছে আছে। বাচ্চাদের সঙ্গে কথা বলব সিনেমাটি নিয়ে। তাদের দেখার আমন্ত্রণ জানাবো।’
এই সিনেমার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো একসঙ্গে জুটি হয়েছেন পরীমনি ও সিয়াম আহমেদ। এর আগে তারা কাজ করেছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমায়। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এরই মধ্যে সিনেমাটির গান, পোস্টার উন্মোচন ও ট্রেইলার প্রকাশ হয়েছে। এতে সিয়াম-পরীর পাশাপাশি আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।