ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে দুই দিনের আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এম. শহিদুল হাসান।
সম্মেলনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়। সম্মেলনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফ্যাকাল্টি’র ডিন, প্রফেসর ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে ‘বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের চালক’ বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ড. সাজ্জাদ জহির বলেন, উন্নয়নের ধরণগুলি পৃথক ইতিহাস এবং অভিজ্ঞতা, প্রজন্ম, সংস্কৃতি, জাতি, লিঙ্গ এবং ভৌগলিক অবস্থানের দ্বারা পরিবর্তিত হতে পারে। এই প্রক্রিয়ায় সমস্ত ফলাফল একই সঙ্গে একই দিকে যায় না।
২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের কথা উল্লেখ করে অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, তখন থেকে বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্য অনেক বেশী প্রতিযোগিতার সম্মুখীন হবে এবং মেধাস্বত্ব আরোপের ফলে ঔষধের দামও অনেক বেড়ে যেতে পারে। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে দেশে জবাবদিহিমূলক ও দায়িত্বশীল প্রাতিষ্ঠানিক অবকাঠামোর ওপর জোর দেন।
সম্মেলনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অংশগ্রহণকারীদের পাশাপাশি অন্যান্য দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও গবেষণাপত্র উপস্থাপন করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউল হক মামুনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলন শেষ হয়।