• ঢাকা
  • শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩ , সকাল ০৬:০৮
ব্রেকিং নিউজ
হোম / অর্থনীতি

পাঁচ কোম্পানির বোনাস লভ্যাংশের প্রস্তাব বাতিল

রিপোর্টার : Humayun Kabir
পাঁচ কোম্পানির বোনাস লভ্যাংশের প্রস্তাব বাতিল ই-পেপার/প্রিন্ট ভিউ

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বোনাস শেয়ার লভ্যাংশের প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান পাঁচটি হলো—মেট্রো স্পিনিং মিলস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড ডাইং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।

একই সময়ে তিন প্রতিষ্ঠানের বোনাস প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা। কোম্পানি তিনটি হলো—আমরা টেকনোলজিস, আমরা নেটওয়ার্কস ও এইচ আর টেক্সটাইল লিমিটেড।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, কমিশনের কাছে মনে হয়েছে কোম্পানিগুলোর বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। তাই বাতিল করেছে।

তিনি বলেন, যেসব কোম্পানির বোনাস লভ্যাংশ দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাওয়া গেছে, সেসব কোম্পানিকে বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।


অর্থনীতি

সারাদেশ

আরও পড়ুন