• ঢাকা
  • শুক্রবার , ৯ জুন ২০২৩ , রাত ০৯:২৭
ব্রেকিং নিউজ
হোম / অর্থনীতি

আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করব : মির্জা ফখরুল

রিপোর্টার : দৈনিক নতুন দিগন্ত
আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করব : মির্জা ফখরুল ই-পেপার/প্রিন্ট ভিউ

আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গ্রেপ্তার, আটক, হত্যা ও কারাগারে নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না। 

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কারামুক্ত হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এসে তিনি এ কথা বলেন। 

‘শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করা হবে’—উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যতবেশি অত্যাচার করবে ততবেশি মানুষ ফুঁসে উঠবে। আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করবে। আন্দোলন আরও তীব্র করতে হবে, তার মাধ্যমে এদেরকে পরাজিত করতে হবে। 

কারাগারের ভেতর বিএনপি নেতাকর্মীরা মানবেতর জীবনযাপন করছেন জানিয়ে তিনি বলেন, আল্লাহর রহমতে ও আপনাদের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজকে শুধুমাত্র দু’জন বেরিয়েছি। এখনও আমাদের হাজারও নেতাকর্মী কারাগারে রয়েছেন। তারা অমানবিক কষ্ট শিকার করছেন। তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। একটা সেলের ভেতর ৬-৭ জনকে রাখা হচ্ছে। তাদেরকে বের হতে দেওয়া হয় না। আজকে সারাদেশকে এরা একটা কারাগারে পরিণত করেছে।

সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, তারা ভেবেছিল গ্রেপ্তার করে, কারাগারে আটকে রেখে, বিএনপির অফিস ভেঙে-হামলা করে, অত্যাচার করে, গুম করে ও গুলি করে নির্মমভাবে হত্যা করে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনকে বন্ধ করে দেবে। এর আগে আমাদের প্রায় ১২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। কিন্তু আন্দোলন কি বন্ধ হয়েছে? বরং আরও শক্তিশালী হয়েছে, বেগবান হয়েছে।


জাতীয়

রাজনীতি

খেলাধুলা

আরও পড়ুন