নুরুল আমিন ভূঁইয়া দুলাল :-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে এক ইলিশেই জেলের মুখে হাসি ওই ইলিশ তিনি সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি করেন।
জানা গেছে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি ইলিশ সাত হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৪ মে) রাতে কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে মাছ ব্যবসায়ী মো. জয়নাল দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি কিনে নেন।
গতকাল সন্ধ্যার পরে জেলে আবদুস সাত্তার ইলিশ মাছটি ঘাটে আনেন। পরে দাদনদার আব্দুল মালেকের বাক্সে দাম হাকানো হয়। ইলিশের আকার দেখে প্রথমেই ছয় হাজার টাকা দাম ওঠে। পরে সাত হাজার ৪৫০ টাকায় মাছ ব্যবসায়ী জয়নাল এটি কিনে নেন বলে জানা যায়।
ইলিশ টি সম্পর্কে জানতে চাইলে জয়নাল বলেন মাছটি তিনি ঢাকায় বিক্রি করবেন। এসময় ইলিশটি দেখতে ঘাটে প্রচুর লোক ভিড় করেন। অতি সম্প্রতি এত বড় ইলিশ জেলেদের জালে ধরা পড়েনি বলে স্থানীয় জেলেরা জানান।
ইলিশ ধরার সম্পর্কে জানতে চাইলে জেলে আবদুস সাত্তার বরেন, তিনি প্রতিদিনই নদীতে মাছ যান। কিন্তু নদীতে কোন আশানুরূপ ইলিশ পাওয়া যায়না। গতকাল বুধবার সন্ধ্যায় তার জালে বড় সাইজের ইলিশটি ধরা পড়ে। তিনি বলেন এসময় কোন দিন এত বড় মাছ পাওয়া যায় না নদীতে। মাছের চাহিদা থাকায় এখন বড় মাছের চাহিদা বেশি। তাই ইলিশটি তিনি বেশি দামে বিক্রি করতে পেরেছেন।
এ প্রতিবেদককে মতিরহাটের দাদনদার আব্দুল মালেক বলেন, চলতি মৌসুমে এত বড় ইলিশ চোখে পড়েনি। ভালো দামে ইলিশটি বিক্রি করতে পেরেছি। এখন বড় মাছের আকাল। এজন্য সাত্তারের জালে ধরা পড়া ইলিশটির দাম সাত হাজার ৪৫০ টাকা উঠেছে।