বৃহঃস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ , সন্ধ্যা ০৭:৫১
ব্রেকিং নিউজ

পোরশায় প্রধান শিক্ষক কাজী ইয়াকুব আলীর মৃত্যুতে শোকাহত শিক্ষক সমাজ

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ২২ মে ২০২৩ , রাত ১২:২২

সুনীল কুমার,পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

প্রবীণ শিক্ষক কাজী  ইয়াকুব আলীর মৃত্যুতে পোরশা শিক্ষক ও ছাত্রদের মাঝে শোকের মাতন।

গতকাল ১১ টায় পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের কাজীপাড়ায় তার নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে পরিবারের সকল মায়া  ছেড়ে সকলকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন। দীর্ঘদিন যাবত বাড়িতে তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

সূত্র জানায় তিনি  পোরশা ও সাপাহার উপজেলার বড়গ্রাম উচ্চ বিদ্যালয় তিলনা উচ্চ বিদ্যালয় আশোড়ন্দ উচ্চ বিদ্যালয় ও গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় সর্বশেষ প্রধান শিক্ষক হিসাবে সুনামের সাথে মানুষ গড়ার  কারিগরের দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন। তাছাড়া দীর্ঘদিন পোরশা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এর দায়িত্বও পালন করেছেন বলে জানা যায়।

বিকাল সাড়ে পাঁচটায় তার পারিবারিক কবর স্থান আম্র কাননে জানাজা নামাজের পূর্বে পোরশা উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম পোরশা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ একরামুল হক ও সাবেক প্রধান শিক্ষক মোতাহার হোসেন কান্না জড়িত কন্ঠে স্মৃতিচারণ বক্তব্য প্রদান করেন।

স্মৃতিচারণ বক্তব্যে তারা তার ঘোষি প্রশংসা করে বলেন তিনি একজন ভালো মানুষ ছিলেন সবাই আপনারা তার জন্য দোয়া করবেন তার মুখ রুহের মাগফেরাত কামনা করবেন। তার মামা  শফিউল রহমান নূর বলেন তার বয়স আমার চাইতে তিন বছরের কম অর্থাৎ আমার বয়স ৯২ বছর তার বয়স ৮৯ বছর বয়সমরণকালে তিনি তার দুই সন্তান দুই ছেলেকে রেখে যান।

পরিবারের সকলেরই তার মৃত্যুতে শোকাহত ও কান্নায় ভেঙ্গে পড়েন। তার জানাজার নামাজে তার অনেক ছাত্র শিক্ষক রাজনীতিবিদ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গুণীজন উপস্থিত হয়েছিলেন।